ইলেকট্রনিক্স ও কৃষিকে গুরুত্ব দেয়ার পরামর্শ বিনিয়োগ উপদেষ্টার

১২ সেপ্টেম্বর, ২০২৩ ১১:৫৯  

রাজনৈতিক স্থিতিশীলতার কারণে স্বাধীনতার ৫০ বছরের ইতিহাসে ৭০ শতাংশ উন্নয়ন হয়েছে গত ১৫ বছরে। এক্ষেত্রে উৎপাদনশীলতায় স্বয়ংসম্পূর্ণতা অর্জনের মাধ্যমে কোভিড চ্যালেঞ্জ মোকাবেলা করে পোশাক শিল্পের পাশাপাশি ঔষধ শিল্পের সঙ্গে ওয়ালটনের মতো ইলেকট্রনিক উৎপাদক প্রতিষ্ঠান এবং প্রাণ এগ্রো দেশীয় চাহিদা মিটিয়ে কৃষি শিল্পজাত পণ্য রফতানিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। তবে অপ্রত্যাশিত ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে জ্বালানী মূল্য বৃদ্ধি ও টাকার অবমূল্যায়ন সামনের দিনের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এমন পরিস্থিতে মোট দেশজ উৎপাদন বৃদ্ধিতে প্রযুক্তির ব্যবহার, কর্মীদের দক্ষতা উন্নয়ন এবং বিদেশী বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি কর হার কমিয়ে পরিধি বাড়ানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

মঙ্গলবার গুলশানের একটি হোটেলে ওইসিডি (অর্গানাইজেশন ফর ইকোনোমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমন্ট) ডেভেলপমেন্ট সেন্টার প্রকাশিত উৎপাদন প্রক্রিয়ার রূপান্তর নীতিমালা পর্যালোচনা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন পরামর্শ দিয়ছেন বিনিয়োগ উপদেষ্টা।

প্রতিবেদনটি উন্মোচন করেন আইসটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এসময় উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতিসংঘের বাংলাদেশ বিষয়ক আবাসিক সমন্বয়ক গায়ান লুইস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউরোপিয় ইউনিয়নের বাংলাদেশ অ্যম্বাসেডর চার্লস উইসলি ও রাহিদুর এলিন এরনাডটির। ভিডিও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ইউএন সিটিডি এর যুগ্ম মহাসচিব প্রেড্রো ম্যানুয়েল মরেনো।

ভিডিও বার্তায় বিদেশিদের প্রতি বাংলাদেশকে সমর্থন ও বিনিয়োগের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু যুদ্ধপরবর্তী দেশে মাত্র দুই বছরেই দেশের অর্থনীতিকে পরিবর্তন করেছিলেন। এরপর ০০৯ সালের পর থেকে বাংলাদেরশের অর্থনীতির অগ্রগতি বেড়েছে। জিডিপি বেড়েছে। বাংলাদেশ স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। ওইসিডি’র এই স্ট্যাডি প্রতিবেদন সেই সফলতাকেই স্বীকৃতি দেয়। এ ধরনের উপাত্ত ভিত্তিক প্রতিবেদন স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সহায়ক হবে। আঞ্চলিক সহযোগিতা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমেই আমরা ২০৪১ সাল নাগাদ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে চাই।

অনুষ্ঠানে ট্রেডিং নেশন হতে বাংলাদেশে প্রোডাকশন ট্র্যান্সফরমেশন পলিসি রিভিও প্রতিবেদন তুলে ধরেন ওইসিডি প্রধান অ্যানালিসা প্রিমি। তিনি জানান, উৎপাদন ও ব্যবসায়ের ডিজিটাল রূাপান্তরের মাধ্যমে বাংলাদেশ উন্নত দেশের কাতারে চলে আসতে সক্ষম হবে।